১
বার্তা
একটি বার্তা
দাও,কাটে নির্ঘুম
রাত চিন্তায় !
২
সঙ্গী
জীবন যুদ্ধে
হারাবে নাতো কেউ
পাশে দাঁড়ালে।
৩
মুগ্ধ
তোমাকে দেখে
অনেক খুশি আমি
কিছুটা মুগ্ধ !
৪
করোনা
বেঁচে থাকলে
দেখা হবে করোনা
অতীত হলে।
৫
পিছলা
খেলছে যেন
বাইন মাছের মতো
যায়না ধরা।