১
আরতি
কাঁসর ঘন্টা
সন্ধ্যা আরতি ঘিরে
ধূপের গন্ধ।
২
ভরাট
ফলন্ত ধান
এলিয়ে শোয় মাঠে
অলস বেলা!
৩
অবেলায়
ধারে কিনারে
কেউ দেয়না উঁকি
বন্ধু স্বজন।
৪
প্রেম
কাঁদালে কেন
দোষ কি ছিল বলো
শুধুই প্রেম !
৫
প্রকাশ
গোপন কথা
যত ছিল মনের
উগরে দিলে।