১
ওঁত
ঘোলা পানিতে
মাছ ধরতে ওঁত
পেতেছে ব্যাধ ।
২
বাঁশি
সাজাও কুঞ্জ
নাচবে রাধা আজ
বাঁশির সুরে।
৩
সম্ভ্রম
যমুনা জলে
কলসি ভেসে যায়
সাথে সম্ভ্রম।
৪
দুঃখ
জীবন কাটে
রক্তের ধারাপাতে
চোখের জলে।
৫
অভাব
দাঁড়িয়ে থাকে
মানুষ টিসিবির
ট্রাকটি ঘিরে।