১
চিত্র
ভুলিনি আমি
তোমায়,আঁকা ছিল
রুমালে পত্রে।
২
কথা
একলা বসে
ভাবছিলো সে শত
তোমার কথা।
৩
মায়া
মায়ায় ভুলে
হারিয়ে যায় দিন
একলা থাকি।
৪
ভ্রমন
ভাবছি আজ
দূরের দেশে যাবো
আকাশ পথে!
৫
ধ্যান
আমার ধ্যানে
তোমার অবয়ব
বন্দনা গান।