মহিষ চুরি
১
চড়ে বেড়ায়
এক জোড়া মোষ
মাঠের ধারে।
২
মোষ চুরিতে
তিনটি লোকে চুক্তি
করে লুকিয়ে।
৩
হবে মহিষ
চুরি, খুলবে ঘন্টা
প্রথম চোটে।
৪
বাজবে ঘন্টা
ঘটা করে,পালাবে
চোর সড়কে।
৫
উঠবে ধ্বনি
ছুটবে শব্দ ধরে
আম জনতা।
৬
এলে পুলিশ
হবে নালিশ ঠিক
মামলা হবে।
৭
অন্য মানুষ
মোষ হাতে ভাগবে
কাছা দুলিয়ে।
৮
গম্ভীর মুখে
পুলিশ এসে ছড়ি
ঘোরাবে স্পটে।
৯
এখানে শেষ
গল্প গাঁথা মোষের
এবার ছুটি।