টিপ-১
হাজারো লতা
কপালে টিপ আঁকে
রুখে দাঁড়াও।
টিপ-২
কাজল কালো
টিপে প্রতিবাদের
মুখর ভাষা।
টিপ-৩
কপালে আঁকা
কুমকুমের টিপ
তাও মানায়!
টিপ-৪
সূর্য উঠলো
কপালে লাল টিপে
ফুটলো হাসি।
টিপ-৫
ফাঁকা কপাল
একটি মাত্র টিপ
ভরাট হলো।
টিপ-৬
রঙ তুলিতে
নকশা আঁকো টিপে
মনের মতো।
টিপ-৭
নিজের সাজে
বাঙালিয়ানা আনে
একটি টিপ।
টিপ-৮
কপালে লাল
টিপ পড়বে তুমি
জুড়াবে প্রাণ !
টিপ-৯
উজ্বল লাল
টিপ হৃদয়ে জ্বলে
পতাকা উড়ে
টিপ - ১০
সবুজে লাল
টিপ পতাকা জুড়ে
বাংলাদেশে
০৩.০৪.২০২২