বাঁশি

কৃষ্ণের বাঁশি
আজও বৃন্দাবনে
বাজে সুরেলা !


আদর

আদর মাখা
রাত,সাথে জোছনা
আসেনা ফিরে!


ফিকে

বসন্ত গেলে
উৎসবের রঙ
বিবর্ণ ফিকে।


ক্ষুঁত

ক্ষুঁত ধরতে
মুখিয়ে আছে পাড়া
ধরবে টুঁটি।


সম্মান

এটা বাস্তব
যার খুঁতিতে টাকা  
তার সম্মান।