১
ক্রোধ
ক্রোধের শিখা
জ্বলছে এ মজ্জায়
অনন্ত কাল !
২
টান
প্রতি সন্ধ্যায় --
আমাকে টানে ট্রাম,
গঙ্গার ঘাট !?
৩
ঈশ্বর
তাকিয়ে থাকি
আকাশ পানে শুধু
অবাক চোখে !
৪
ভার
নুয়ে পড়েছে
বিজ্ঞাপনের ভারে
প্রতিটি পাতা !
৫
প্রত্যাশা
শান্তির ঘর
দিন শেষে সবার
প্রত্যাশা স্বস্তি!