শয্যায় - ১
ভীম এখনো
শুয়ে শরশয্যায়
প্রহর গোনে।
শয্যায় - ২
নারীর দেহ
প্রমোদবালা যেন
টানে শয্যায়।
শয্যায় - ৩
তবুও রয়ে
যায় অপূর্ণতা মনে
সঙ্গী শয্যায়।
শয্যায় - ৪
অভুক্ত পেট
পাথর বেঁধে কাটে
শয্যায় একা।
শয্যায় - ৫
শয্যায় কাঁদে
ষোড়শী যুবতীরা
প্রবাসীর সাথে।