১
লজ্জা
মুখ পুড়ছে,
লোক লজ্জার ভয়ে
হৃদয় জ্বলে!
২
স্তাবক
আগুন জ্বলে
স্তাবকেরা ছুটেই
চলে উজানে।
৩
ছায়া
ধূর্ত বিরোধী
চলে নিভৃতে সঙ্গে
ছায়ার মতো ।
৪
দুর্লভ
গুদামে ভরা
সোয়াবিনের ক্যান
তবু দুর্লভ !
৫
সোচ্চার
কণ্ঠ সোচ্চার
মেরা দেশ মহান
জনতা কাঁদে !