কত ঠাট্টাই জানে প্রকৃতি –
ডালায় সাজানো কত আয়োজন,
কখনো কখনো –
কুয়াশার কাজলে ঢাকে চোখ,
কখনো শুধোয় না কাউকেও
ঝিরিঝিরি ঝরে, ইচ্ছে হলেই
সঙ্গে হাওয়ার ঝাপটা
প্রেয়সী হারানোর কান্না,
বুকফাটা আর্তনাদ গর্জন।
-
লাল আকাশ চিরে বিদ্যুৎ ঝলক
বিশাল উষ্মা দীর্ঘদিনের পুষে রাখা,
কখনো শীতের পদধ্বনি –
হিমকণা ঢুকে পড়ে কাঁচের শার্শি গলিয়ে
হিমালয়ের সতেজ গন্ধ মাখা
পাতারা বিবর্ণ হয়ে খসে খসে পরে,
মাটির স্পর্শে এই বুঝি বিলীন হবে।
-
পূর্ণিমা যেন মধুময় মৈথুনের দিন
শুধু আনন্দ উৎসব রঙিন জমকালো
অনুষ্ঠানের সূচি সব ঠিক ঠাক থাকে।
-
বিভাজন রেখা এঁকে বেঁকে চলে
বিভেদ মানে না মোটেও
এর মাঝে বেঁচে থাকে আমাদের সংসার,
পাড়া প্রতিবেশি ঘর গৃহস্থালি।
লক্ষ্মীকুটির,কোর্টপাড়া,কুষ্টিয়া।
৩০/০১/২০২১