আকাঙ্ক্ষার শিখা এখনো জ্বলছে টিম টিম
বৈষম্যতার ঘূর্ণি উড়িয়ে আসছে ভয়ঙ্কর 'ডানা'
মনের ভিতর বুকের ওপর হাজার মণি পাথর!

ঘুমহীন রাত কাটে, প্রহরে প্রহরে লুটেরা ঘোরে
মধ্যে রাতে আল্লাহু আকবর ধ্বনি তুলে ছোটে
ওলি আউলিয়ার মাজার মিশে যায় মাটির সাথে!

ইলেকট্রিক পোলে,মেট্রোরেলের পিলারে ঝুলছে
মানুষের লাশ,রাস্তায় গড়াগড়ি খায় অগুনতি শব
আমরা এখন বাকহারা, বোধহীন বিপন্ন প্রজাতি !

সুরে সুরে সমর্পণের সময় পাবে না কেউ এক রত্তি
একদিন সব অর্জন লীন হবে গোঁয়ার ব্যাধের হাতে !


বসুন্ধরা, ঢাকা
২৪.১০.২০২৪

*টিকা:  ডানা একটি ঝড়ের নাম