আমাদের গেরিলারা
সামনে চলছে
বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে যাচ্ছে।
-
কচি কাঁচা কিশোরেরা রাইফেল
কাঁধে তুলে নিচ্ছে
পথে ঘটে ভয়াবহ যুদ্ধ ঘটছে
-
তারহীন যন্ত্রতা
সঙবাদ দিচ্ছে
অবিরাম শত্রু সঙহার হচ্ছে -
-
রক্তিম সূর্যটা এগিয়ে আসছে
১৫.০৫.১৯৭০
ঢাকুরিয়া,কলকাতা