তুমিও সুযোগ বুঝে ফিরিয়ে নিলে মুখ
হাওয়ার চাবুক খেতে খেতে এক বিষন্ন সন্ধ্যায়
প্রকাশিত হলো তোমার আসল সরূপ
-
নন্দনে সাংস্কৃতিক অনুষ্ঠানে সেই তুমি
কাছাকাছি ঘন হয়ে থাকা প্রদীপ জ্বেলে প্রদক্ষিণ
মাহেন্দ্রক্ষণ ফিরে ফিরে আসে নতুন জীবন যাপনে
অবলম্বন হয়ে গেলে এক নিমেষে একেবারে
বনেদি জীবন আহা মনোরম পৃথিবী তখন হাতের মুঠোয়
-
কি এমন হলো এক ঝটকায় ফিরিয়ে নিলে মুখ !!


বসুন্ধরা, ঢাকা
২৭.০৭.২০২২