এখনো সে ফিরে আসে,গা ঘেষে দাঁড়ায়
প্রতিদিন সন্ধ্যায় ক্লান্ত নীল পান্ডুর মুখে
অব্যক্ত যন্ত্রণা বিন্দু বিন্দু বিন্দু হয়ে জুড়ে থাকে
তার সমগ্র সত্ত্বা-শরীর।
-
আমি তাকে সেই সব বনেদী গল্প শুনাই
টাইকুনদের প্রমোদ কানন, রণতরীর রূপকথা
লিমুজিন, রোলস রয়েস, মার্সিডিজ ভেঞ্জ
বৈঠকখানার দেওয়ালে টাঙানো কামরুল
হাসানের চিত্রকর্ম, বইয়ের সারীতে রবীন্দ্রনাথ,
সৈয়দ শামসুল হক, তসলিমা নাসরিন
সনি কালার টিভি, ডিস এ্যান্টেনা, রিভলভিং খাট,
দ্বিতল ভবনের রেলিং জুড়ে চমৎকার ঝুলন্ত অর্কিড
আমি তাকে সেই সব বর্ণাঢ্য সময়ের কথা বলি।
-
সমস্ত ক্লান্তি তার মুছে দেয় রাত, নিদ্রায় ভুলিয়ে রাখে,
প্রতিদিন সকাল যেন সদ্য বার্নিশ করা আসবাব সামগ্রী, নতুন গন্ধে মৌ মৌ বসন্ত মৌসুম
ফিটফাট ব্যস্ত মানুষ
সন্ধানী দৃষ্টিতে ফেরে সম্পূর্ণ রূপালী নগর
এই বুঝি মিলে যাবে যক্ষের ধন
-
অতঃপর সে ফিরে আসে ক্লান্ত নীল পান্ডুর মুখে
আবারও বর্ণাঢ্য - বনেদী সময়ের গল্প শুনাই
হা ঈশ্বর, এইসব লিমুজিন, ডিশ এ্যান্টেনা, অর্কিড
দেওয়ালে টাঙানো কামরুল হাসানের চিত্রকর্ম
কবে কবে সত্যি হবে?!
কে এম দাশ লেন,ঢাকা
০৮.০২.১৯৯২
২৫শে মাঘ ১৩৯৮