ফেরার সময় হাত নেড়ে অনেক'কেই বলি
আসবো আবার, দেখা হবে।
এবার তো ব্যস্ততা বেশি ছিল,
তেমন সময় পাওয়া গেল না
এরপর দেখ অনেক সময় নিয়ে আসবো
চুটিয়ে গল্প-গুজব হবে,
জমিয়ে খাওয়া-দাওয়া হবে,
নিশ্চয়ই,
জমাট আড্ডা হবে।
-
দিল্লীতে একবার অফিসের কাজ সেরে
ছুটলাম প্রেমের স্মৃতি সৌধ দেখতে আগ্রায়,
রেডফোর্ট,নেতাজি মিউজিয়াম,
তাজমহল দেখার পর আমন্ত্রণ ছিল
ফতেপুর সিক্রি ভ্রমনের।
সময়াভাবে সে সুযোগ আর আসেনি!
-
কিন্তু মাস গেল,বছর গেল,যুগ পেড়িয়ে গেল !
-
'৭১ সালে শরনার্থী হয়ে কলকাতায় কাটানো
দুঃসময়ের প্রায় বছর কাল,
বহুবিধ অভিজ্ঞতায় ভরাট ছিল সে সময়।
-
বেলা ছিল একমাত্র সহায়,
ঢাকুরিয়ার আশপাশ
যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
বালিগঞ্জের বিড়ালা মন্দির,
রবীন্দ্র সরোবর,
বৌদ্ধ মন্দিরে প্রার্থনায় অংশগ্রহন,
পরেশনাথের মন্দির ঘুরে দেখা,
বৃষ্টিতে কাক ভেজা হয়ে পায়ে হেঁটে
দুর্গা প্রতিমা দর্শন
তারপর পথের ধারে দাঁড়িয়ে
ক্ষিধে পেটে গরম কচুরি-সিঙ্গাড়া
ও ভুলে গেছি বলতে গঙ্গা রামের দৈ
খাওয়ার কথা।
-
বিড়ালা প্ল্যানেটরিয়াম
আর ভিক্টোরিয়া মেমোরিয়াল
দেখে বাসায় ফিরে কি বকুনি খেয়েছিলাম
মায়ের কাছে,মাসিমার কাছে
কাউকে না জানিয়ে যাওয়ায় দুজনেই বিব্রত !
-
দে-শ স্বাধীন হওয়ার পর চলে এলাম
দেশে, বাংলাদেশে
কথা দেওয়া ছিল ফিরে আসবো খুব শীঘ্রই।
আর যাওয়া হলো না,ফেরা হলো না,
কেমন করে কেটে গেছে পাঁচ-পাঁচটি দশক।
-
আসবো আবার দেখা হবে
কথা দিলেই কি সব কথা রাখা যায় !

২৮/০৪/২০২১, ঢাকা।