দেওয়ালে রোদের কিরণ
চুন-সুড়কির অবিশ্রাম চিকচিক
আনন্দ কি নিদাঘ আনন্দ !
-
গাছময় পাতা কি সবুজ
থর থর কাঁপার মধুর সঙ্গীত
উচ্ছল কি উচ্ছল -
-
নদীর চারিদিকে বাতাস বাতাস
সোঁদা সোঁদা সবুজ গন্ধ
শান্তি, কি অসীম শান্তি।
১৭.০৪.১৯৭৪
কোর্টপাড়া,কুষ্টিয়া।