আপাতত কোন লাভ নেই দুহাত উঁচিয়ে
সময়টা বসন্ত নয়, খাঁখাঁ করে পর্যটন মৌসুম
ডলায় উষ্ণতায় ভেঙে যাচ্ছে সারসের নিটল আশ্রয়
-
প্রাগৈতিহাসিক বেদনায় মগডালে বসে আছে
মুক্তি যুদ্ধের সময়ের সহযোগী আম জনতা
আলবদর, রাজাকার,আলশামস্ ঘাতক বাহিনী
প্রজ্বলন্ত দাঁতে কাটে বিস্তীর্ণ ফসল, কিশোরীর যোনি।

জাহানারা গার্ডেন,ঢাকা
০১.০২.১৯৯২ ইং
১৮ মাঘ ১৩৯৮ বাং