সব ঠিক হয়ে যাবে
দেখিস আমরাও –
দেখিস আমরাও ঘুরে দাঁড়াবো একদিন
সব ঠিক হয়ে যাবে !
-
সফলতা ঠিক ধরা দেবে,
হাতের মুঠোয় থাকবে
সফলতার শাণিত চাবুক
একদিন সব ঠিক হয়ে যাবে !
-
এ দেশ
মেহনতী মানুষের দেশ হবে
সাম্যের দেশ হবে
ইনসাফ পাবো ঠিক
একদিন সব ঠিক হয়ে যাবে !
-
গুণিণেরা কানে আওড়ায়
বড় শক্তিধর মন্ত্র
মধ্যেবিত্তের পরম্পরা
আগলে রাখে
বড় শক্তিশালী অস্ত্র,
একদিন সব ঠিক হয়ে যাবে !
-
মনের মনিকোঠায় লুকানো
আকাঙ্খা,
উদ্দেশ্য নিয়ে দিনগুনা –
একদিন ঠিক হয়ে যাবে !
-
মধ্যবিত্ত
এই নিয়েই বেঁচে থাকে,
দিন বদলের গান,
মেহনতী মানুষের গান
গেয়ে বেঁচে থাকে
একদিন সব ঠিক হয়ে যাবে !
২৫/০১/২০২১,ঢাকা।