[মৃত্যুকালে জনৈক শিল্পপতির উক্তি]
মৃত্যু কেনা যায় খোঁজ করে দেখ, টেন্ডার দাও –
দৈনিক কাগজে, বিভিন্ন চ্যানেলে বিজ্ঞাপন দাও
সেকেন্ডে-মিনিটে, যা টাকা লাগে নাও।
-
টাকায় যদি মেলে শার্দুলের চোখ, নগরে বসে
খাওয়ার টেবিলে যদি পাওয়া যায় শম্বরের আস্বাদ,
ঘুমন্ত চলচ্চিত্রের রমনী উঠিয়ে আনা যায় ড্রইং রুমে,
ঘুষ দিয়ে বন্ধ করা যায় সরকারি কর্মকর্তাদের মুখ,
বন্ধ করে দাও আজরাইলের সব গৃহ প্রবেশের পথ !
-
খোঁজ করে দেখ কোন বাজারে, শপিংমলে মিলবে?
আমি সব কিনেছি - অর্থ, সম্পদ, দম্ভ, প্রতিপত্তি,
রাজনৈতিক জীবন, এম.পি - মন্ত্রির পদ, মন্ত্রিসভার সদস্য,
অর্থের বিনিময়ে বরাদ্দ হয়েছে ব্যাংকের লোন,
পুলিশের প্রহড়া, পুলিশের হ্যান্ড কাফ,
কোর্টের উকিল, পেশকার, কোর্টের বিচারক
করায়ত্ব করেছি, হাসিল করেছি – সব।
-
প্রয়োজনে একটা হাসপাতাল কিনতে চাই
মৃত্যু কিনতে চাই, যত টাকা লাগে নাও !
-
আমার অঢেল টাকা –
ব্যাংক লোন নিয়েছি হাজার লক্ষ কোটি টাকা,
সংখ্যা লঘু বিতাড়িত করেছি সেই সম্পদ,
আত্মীয় স্বজনের হক বঞ্চিত করা টাকা,
আমার অগাধ সম্পদের পাহাড় —
আমি হাসপাতাল কিনতে চাই,
খুব শ্বাস কষ্ট, অক্সিজেন সিলিন্ডার চাই
আমার সারা শরীর জুড়ে অসহনীয় ব্যথা
সবকিছুর বিনিময়ে আমি স্বস্তি কিনতে চাই
যমের দুয়ারে রক্ষী দাও, আমি মৃত্যু কিনতে চাই।
-
মৃত্যু! মৃত্যু কি কেনা যায়, আসলেই!
২১/১১/২০২০
তেজকুনিপাড়া,ঢাকা।