এখন মধ্যাহ্নকাল, দুপুরের উত্তপ্ত প্রহর
আজ কি তোমার কোন দর্শন পাবো না!

সূর্য মেঘের আড়ালে গুঁটি শুটি বসে
তারপরও আবহাওয়া বোরখায় ঢাকা
গঙ্গার ধার থেকে বইছে ঝিরিঝিরি হাওয়া

একপাশে রাজ ভবনের তালাবন্ধ গেট
ওপারে আকাশ বাণীর সুউচ্চ তোরণ
তারও পরে বিধানসভা ভবন
তার ওপারে গঙ্গার ঘাট-চক্র রেল
দিগন্ত বিস্তৃত ঘোলাটে জলের নদী
যে কোন মুহূর্তে হামলে পড়বে
ঝড়ো হাওয়া

আজ আর তোমার দর্শন পাবো না!
আজ আর তোমার স্পর্শ পাবো না!

বরানগর, কলকাতা
২৪-০৬-২০২৩