বোড়ে চলে এক ঘর আড়াইচালে ঘোড়া
সঙ্গী সাথী চুপচাপ যেন আধা মরা
হবে ভ্রম এরা বুঝি পুরোপুরি খোঁড়া।
-
হাতি চলে কোনাকুনি, নৌকাটা সোজা
ভুল চালে তক্ষনি হয়ে যায় সাজা
একখানা গুঁটি খেলে মন তর তাজা।
-
ধীরে ধীরে চোখ দুটো খোলা রেখে এগুবে
মনের প্রদীপটাকে মাঝে মাঝে জাগাবে।
-
শিকারীর চোখ রেখে, সামনে ছুটবে
দুই পাশে হাতি ঘোড়া সবাইকে লুটবে।
-
প্রতি চালে সাবধান, দিতে পারে কিস্তি
ক্ষমা নাই,পাবে নাতো যতো করো খিস্তি
চালটা সামাল দিলে ফিরে আসে স্বস্তি।
-
অপোনান্ট সোচ্চার আচমকা বসাবেই থাবা
না ভেবে দিলে দান, বেকুব, হয়ে যাবে হাবা
কেরিয়ার হবে শেষ ঝটকায়, শেষ হবে দাবা।
বসুন্ধরা,ঢাকা
০৯.০৪.২০২৩