প্রায় ১৫১ বছরের পূরানো কুষ্টিয়া কোর্টস্টেশনে আমি নামলাম, আমার হাতে ধরা ছিল সন্তানের হাত। আমিও বহুবার এ স্টেশনে নেমেছি আমার পিতা পিতৃব্যের পেশি বহুল হাত ধরে। আমার পিতাও নেমেছেন ট্রেনের সিঁড়ি ভেঙ্গে ভেঙ্গে প্লাটফর্মে,আমার পিতামহের হাত ধরে।
-
অথচ আমাদের নামের পাশে ভিন্ন ভিন্ন দেশের ছাপ, নাগরিকত্বের সনদ । আমার সন্তান ভূমিষ্ট হয়েছে স্বাধীন বাংলাদেশে। আমি যখন জন্মালাম তখন দেশ বিভাগের পর পেরিয়ে গেছে দশ দশটি বছর। তখনো পাকিস্তানের
বুক চিরে দুর্দান্তগতিতে ছুটে যেত ঢাকা-কলকাতা মেল।আমার পিতা পিতামহের জন্ম নাড়ি পোতা আছে অখণ্ড বৃটিশ ভারতের নদীয়ার একত্রিত ভূমিতে।
-
আমাদের জন্ম এক পরিবারে, আমরা একই ভূমির সন্তান
অথচ ভাবতে কি অবাক লাগে তিনটি দেশের নাগরিকত্ব ছিল আমাদের !
০৪-০৩-২০২২
কোর্টপাড়া,কুষ্টিয়া