অভিন্ন

পৃথিবীতে জন্ম পদ্ধতি এক
মৃত্যু পদ্ধতি অভিন্ন
অবশেষে আশ্রয় মাটি
মাঝখানে সব বাখোয়াজ।

সন্তান

বাবা মায়ের সুদীর্ঘ স্বপনের
মধ্যে ছিল তোমার বসবাস,
আজ তুমি যথেষ্ট স্বাবলম্বী
তবুও তাঁরা উদ্বিগ্ন বারোমাস।


মতবিরোধ

হতেই পারে কোন মতবিরোধ !
দশটি দিকের যে কোন দিক
বেছে নিতে পারো তুমি,
আমি তো আছি অবিচল স্থির।

অন্তিম শকট
[চলে গেল খোকন,সমর]

সবাই চলে যাচ্ছে অগ্রজ অনুজ
কেউ জানেনা নিশ্চিত ভাবে,
তার নাম আছে কোন তালিকায়
কখন আসবে কার অন্তিম শকট।

১৬/০২/২০২১,ঢাকা।