এক
কৃতজ্ঞতা কখনো বদলে যায় প্রেমে
হঠাৎ কখনো আলিঙ্গনে,
কখনো গভীর চুম্বনে,
মিলেমিশে একাকার ঘামে ও কামে।

দুই
স্মৃতি মাঝে মাঝে প্রতারণা করে --
প্রয়োজনে সমুদ্রের গভীর তলদেশে
আশ্রয় নেয় অজান্তে সবার চুপিসারে,
ভয়ঙ্কর যন্ত্রনায় প্রিয় নামগুলো খুঁজে ফেরে।

তিন
নদী বাঁক নেয় ইচ্ছেমাফিক
এঁকে বেঁকে চলে
মানুষের মন কখন কোথায় ডানা মেলে
সে কি নিজে তার হদিস জানে।

চার
বয়সের শেষ অঙ্কে ফিরে যেতে ইচ্ছে করে
বাল্য কৈশোর স্মৃতি বিজরিত পথে ঘাটে
রান্নাবাটি খেলার সাথীদের কাছে পেতে ইচ্ছে করে
খুব সাধারণ ইচ্ছেগুলো সারাক্ষণ আচ্ছন্ন করে রাখে।

০৭/০১/২০২০,ঢাকা।