বিধান চন্দ্র রায়


হাতছানি
এই বয়সেও দিচ্ছে দোলা
মনের মধ্যে রেনু-মনি,
এখন তুমি কার ঘরনি
হাতছানি দেয় কিশোর বেলা।


প্রেম
তখন তুমি বাপের বাড়ি
পরে থাকতে রঙিন শাড়ি,
দেখে আমার মন জুড়াতো   
স্বপ্ন গুলো পাড়া বেড়াতো।


আস্থা
সেই মানুষের সঙ্গে থাকো
যারা রাত্রিদিনের তফাৎ বোঝে
সেই মানুষের হাতটা ধরো
যারা নিত্য শুধু তোমায় খোঁজে।


কিশোর বেলা
আবার সত্যি যদি সুযোগ পেতাম,
কিশোর বেলায়, তারা ভরা জোস্না রাতে
বন্ধু নিয়ে রকমারি ফুল কুড়াতাম
বাজিয়ে বাঁশি নেচে গেয়ে তোমার সাথে ।

২৩.০১.২০২১,ঢাকা।