তোমার জন্য আমিও দুশ্চিন্তায় ভূগি
ঠিক ঠিক ঠিক ঠাক সময়ে ফিরে না এলে
দুশ্চিন্তার ভালুক আমাকেও কুড়ে কুড়ে খায়
-
বুঝি না কি কাজ থাকে তোমার
সারাদিন বাড়ির বাইরে কি এতো ব্যস্ততা !

২৫.০১.১৯৯২
১১ মাঘ,১৩৯৮