দেশ বিভাগের জ্বালা,
পিতার মৃত্যুতে অনাথ জীবন
অবজ্ঞায় অসম্মানে বেড়ে ওঠা ✨
-
শরনার্থী জীবনের কষ্ট
মুক্ত স্বদেশে হাহাকার,
বিধ্বস্ত দেশ
একটা সার্টের কাপড়ের জন্য---
সারা রাত জেগে লম্বা লাইন
ইট পেতে লাইন রাখা,ধস্তাধস্তি
কসকোর দোকানের সাবান জুতা।✨
-
না খেয়ে বেঁচে থাকার মন্ত্র তো তার জানা নেই
শেষ অবধি সে মিসে গেল মাটির সাথে
হাসি ও অসম্মানের প্রতীক হয়ে।✨


৩১/১২/২০২০, ঢাকা।