আশু কোন বৃষ্টির সম্ভাবনা আছে কিনা জানিনা
আশু কোন ভূমিকম্প কিংবা জলোচ্ছ্বাস হবে কিনা
তার কোন পূর্বাভাষ পাওয়া যায়নি এখোনো
তবুও প্রাণপণ জোড়াতালি দিয়ে চলে সমাজ সংসার
-
আর কতদিন নাভিশ্বাস টানতে টানতে তথ্য-উপাত্ত খুঁজবে
মা-বাবা হারিয়েছি সেই কবে, সন্তানদের বড়ো করতে করতে তারা এখন বিশ্বমানবের কাতারে, দেশান্তরী বাসিন্দা প্রবাসে চাকচিক্যময় জীবন
-
আমাদের জন্য বার্তা আসে
তোমার বুঝে সুঝে বেঁচে থাকো আনন্দে থেক
জীবন তো একটাই
-
আমরা এখন সবার কাছে এক ছায়া মানব।
২৪.০৭.২০২২
বসুন্ধরা, ঢাকা।