বৃক্ষ হবে জেনে --
পৃথিবী বুকে করে আগলায় খুদ্র বীজ
-
মতানৈক্যে বাঁক নেয় নদী
সমুদ্র বন্দরে পৌঁছে শুরু হয় হোলি খেলা
-
আবদ্ধতায়, চিন্তার মসৃণ গতিপথ
হারায় স্বতঃস্ফূর্ততা
কেন্দ্রে পৌঁছলে দৃঢ় হয় আশ্বাস সিঁড়ি!

১৩ ০৭.১৯৭৪
কোর্টপাড়া,কুষ্টিয়া।