নেংটো ডালে পাতা ছাড়ে
সবুজের সমারোহে মাতে
-
পৃথিবী ডানা ঝাপটায়
বাতাসে তরল সুস্থতা জাগে
-
নক্ষত্রের হাসি মাখা রহস্যে
আছে বলে
গাঢ় হয় সম্পর্ক
আস্থার দোলাচলে তেজি হয় প্রেম
গাঢ় থেকে গাঢ়তর হয়
-
রাত শেষে বাহারি নহবতখানা,জলসাঘরে
ক্লান্ত হয়ে বেসুরো বাজে বসন্ত বাহার !

কোর্টপাড়া,কুষ্টিয়া।
২৯.০১.১৯৭৮