[জনৈক নির্যাতিত কন্যার কাতরতা]

ভুলতে পারিনা সেই দুঃসহ স্মৃতি
তাড়া করে আজও দুঃস্বপনের স্মৃতি -
আমি ভুলে যেতে চাই!
-
প্রতি রাতে চোখ বন্ধ করে
প্রার্থনায় বসি, করো জোড়ে -
অন্য রকম সকাল দেখবো বলে!
-
ভুলতে পারিনা না, চোখের উপর
ভেসে ওঠে সব, চলমান ছবি যেন -
আমি কিছুতেই ভুলতে পারিনা!
-
শরীরের প্রতিটি কোষে পাষন্ড স্পর্শ
শিরায় শিরায় উঁকিঝুঁকি কাটে -
ঘুন পোকা কুরে কুরে খায়!

১৯/০৪/২০২১,
কুঞ্জবন,ঢাকা।