ঘটনাক্রমে দু-গ্লাস তরল পান করেছিল তারা,
এক টেবিলে বসে --
তারপর থেকে জানপয়চান,তারা হরিহর আত্মা।
অফিসের সহকর্মী, সহোদর ভাই কেউ অতোটা করে না।
-
মাখামাখি বেশি হয়ে যাচ্ছে, মানা করেছিল অনেকে নিষেধ শোনেনি তরুন।
বিথী বলেছিল, মাঈনুলকে সহ্য হয় না তার,
দৃষ্টি কেমন যেন কটু --
তরুন স্ত্রীকে বুঝিয়েছিল বিশ্বাস রাখতে হয় !
-
সপ্তাহ খানেক বাড়িতে ছিল না তরুন
ফিরে এসে দেখে একটা চিঠি টেবিলে চাপা দেওয়া
নতুন করে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে ঘর
ছেড়েছে দু'জন !

২৪.০৬.২০২২