ভিতরে ভিতরে প্রত্যাশিত আকাঙ্খা ফুঁপায়
প্রহরী আসবে দুহাতে বয়ে উপঢৌকন ডালি
-
জনতার সারি ভুলে যাবে অভ্যন্তরীন প্রেম
অনাগত সত্য ছিন্ন ভিন্ন করে বিভ্রান্ত হবে প্রতিক্ষণে
আগলাবে ভিষণ দাপটে চৌধুরীর খামার
-
লিখে দেবে দাসখত, সানন্দে খেলবে চক্রের সীমানায়
"উলঙ্গ রাজা, দিব্যি ঝিমাচ্ছে" - নিকশ আঁধারে
-
বিশ্ব ব্রহ্মান্ড প্রেম বোধ যেন তার না জাগে কখনো !
কোর্টপাড়া,কুষ্টিয়া।
১৯.০৭.১৯৭৬