ঘটা করে জন্ম দিন পালন
বহুবিধ খাবারের বাটি
কষা মাংস, পোলাও বিরানি
কেক পায়েস কত আয়োজন --
-
মঞ্চ সাজানো, মোমবাতি প্রজ্বলন
মানুষ জন , কত সমারোহ
ডি জে পার্টি, রাত ভর উল্লাস
হাততালি মুহুর্মুহু প্রতিবছরে!
-
তুমি কি একবারও স্মরণ করেছ
এ মুহুর্তে তোমার জন্য, তোমাদের জন্য
তোমার পিতা মাতার ধ্যান মগ্ন-ভঙ্গিমা,
ঈশ্বরের রাতুল চরণে আত্ম নিমগ্নতা!
-
জন্ম ক্ষণে --
মায়ের প্রসব বেদনার কথা
তোমার পিতার উদ্বেগ
তুমি কি জানো সেই তিল তিল
ভ্রূণের বিস্তৃতি, শক্তি অর্জন-
পাঁচ জোড়া মাসের প্রস্তুতির গল্প !
০৭/০২/২০২১
তেজকুনি পাড়া,ঢাকা।