বিপাকে পড়লে বদলে যায়
সবার মুখভঙ্গী, আচার-আচরণ !
আপন জন চুপিচুপি আড়ালে সরে যায়।
আশ্রয় দাতা কেউ থাকে না।
-
কানকথায় বদলে যায়
এক নিমেষেই,
বাষ্পীভূত হয় পরিস্থিতি।
-
কোন দুর্ঘটনার ইতিহাস
অশুভশক্তি -
এমনকি ওলট-পালট করে দেয়
বর্তমান ভবিষ্যৎ ও-
এক লহমায় !
৩১/১২/২০২০
তেজকুনিপাড়া, ঢাকা।