সকালে প্রত্যক্ষ করলাম --
দু'জন মানুষের রক্ত বিনিময় হলো
একজন ছিল জায়নামাজে বসা
অন্য জন প্রার্থনার সুদৃশ্য আসনে
তারপর দুজনেই শয্যায়
শেষ হলো রক্ত বিনিময় পর্ব।
-
বড়জোর ঘন্টাখানেক কাটলো
চরম উদ্বেগে উৎকণ্ঠায়,
চিকিৎসকের নির্দেশে
অসুস্থ রোগী উঠে বসলো,
হাসির দ্যূতি ছড়ালো।
আত্মীয়স্বজনেরা ফেললো
স্বস্তির নিশ্বাস -
আশ্বস্ত হলো নির্বিশেষে সকলেই !
-
এখন কান পেতে শোনার চেষ্টা করছি
রক্তে কোন্ ধ্বনি বিকিরিত হচ্ছে চারদিকে
ধর্ম - মানবতা - শান্তির - স্বস্তির, না প্রাণের !?

০৭/০৮/২০২১
শাহবাগ, ঢাকা।