(করোনা কালীন দুঃখ-যন্ত্রনা)

১)
খুব বিব্রত হতে হয়,
নিজের কোন দুঃখ
গোপন কথা,
অসহায়তার কথা,
যতদিন নিজের থাকে
নিজের মধ্যে থাকে
ততদিন সে একরকম--
মন্দের ভালো !
-
জানাজানি হয়ে গেলেই
নিজেকে অপাংতেয় মনে
হয়,
অ-সম্মানিত মনে হয়।
অক্ষমতায়, আফসোসে
মাটির সঙ্গে মিশে যেতে
ইচ্ছে হয় !

২)
অনেকেই আছে বিশাল
সঙ্কটে ---
চুলোতে হাঁড়ি নেই
ঘরেতে বাজার নেই
শ্বাস কষ্ট, ফুসফুসের
সংক্রমনে ঘুম নেই
হাসপাতালে বেড নেই
অক্সিজেন সরবরাহ নেই
দাফনের মানুষ নেই
দাহের মানুষ নেই !
-
করোনার প্রকোপ কাকে
টেনে কোত্থেকে কোথায়
দাঁড় করাবে?
তা কি আগে থেকে
কেউ জানে !

২৭/০৪/২০২১,
তেজকুনিপাড়া,ঢাকা।