নীতি তোমার বুর্জয়ার
মুখোশ পড়ো সবহারার
কতদিন আর চালাবে কাজ ?
হচ্ছে সবাই হুঁশিয়ার !
-
আসছে সে দিন সামনে --
-
খুলবে খোলস খুলবেই
বিচার তোমার করবেই।

১৩.০৩.১৯৭৪
কোর্টপাড়া,কুষ্টিয়া।