মুচকানকে যখন সবাই অভিনন্দিত করে
তার স্বপক্ষে প্রতিবাদি মানুষেরা ঘর ছাড়ে
জীবনের মায়া তুচ্ছ করে রাজপথে নামে
লাখ লাখ টাকা অর্থ মূল্য ঘোষণা হয়---
-
তখন আশায় বুক বেঁধে দাঁড়ানোর ইচ্ছে জাগে
আস্হা বেড়ে যায়, বুক ফুলে ওঠে কয়েক ইঞ্চি
স্বস্তি নামে ধরনির আনাচে কানাচে
যাক এখানে এখনো বুদ্ধিজীবি আছে
আছে মুক্ত বুদ্ধির আম জনতা
আছে চৌকস জোয়ান মরদ
-
এদেরকে দেখা যায়, মালালার জন্য মুখর হতে
এদের দেখা যায় ফিলিস্তিনের বীর মুক্তিযোদ্ধার
স্বপক্ষে লড়াইয়ের অঙ্গিকার করতে,
সাদ্দামের জন্য মশাল হাতে বিদেশি দূতাবাস
ঘেরাও করতে
-
আবার স্বদেশে যখন নিহারবানু,তনু এরা নিগৃহীত হয়
প্রতিবেশির ঘর বাড়ি জ্বলে,লুন্ঠন হয় যাবতীয় আসবাব
তৈজস পত্র,সমগ্র জীবনের সঞ্চয়,
বাসের মধ্যে ধর্ষিত হয়
কোন কলেজ ফেরতা একাকি তরুণী
তখন এরাই উপভোগ করে স্ব উল্লাসে
তখন এরাই সরবে সামিল হয় বীরত্বের সাথে
ভিডিও ফুটেজে সেই সব সাক্ষর মেলে
-
জীবে দয়া করে যেই জন সে জন সেবিছে ঈশ্বর
এসব দর্শন তখন নিস্তব্ধতায়,তুষের আগুনে চাপা পড়ে যায়
শুধু থাকে বুক ফাটা কান্না, আর্তনাদ ওঠে সব হারানোর,
মাটিতে মাথা কোটে,
আকাশের দিকে তাকিয়ে দুহাত তোলে উচ্চ স্বরে
একই সাথে প্রার্থনা আর অভিশাপ উচ্চারিত হয় !
চিৎকার করে
এ বারুদ আক্রোশ থামবে কবে
ধরিত্রি কবে বাসযোগ্য হবে !
১০-০২-২০২২
তেজকুনি পাড়া ঢাকা।