সব কিছু সাজানো গোছানো আছে আগের মতোই
টেবিলের টবে সোনালী রং এর ঘড়ি, মোবাইল,
নেতাজির মতো তাঁর গোল ফ্রেমের চশমা,
এইচ পি ব্র্যান্ড এর ল্যাপটপ , ডায়েরি-কলম সবকিছু;
-
মনে হয় এই বুঝি বাবা এসে বসবেন টেবিলে !
-
লিখবেন ডায়েরির পাতা খুলে
অথবা হাঁক দেবেন খোকা, "কোথায় ওরে!"
কিংবা উচ্চ কণ্ঠে আবৃত্তি করে উঠবেন রবার্ট ফ্রস্ট
কিংবা রবীন্দ্রনাথ থেকে....
-
প্রতীক্ষায় থাকি কখন আসবেন বাবা....!
ঢাকা
১৩/১০/২০২০