চিতা জ্বলছে একটানা চার ঘন্টা ধরে, সমাহিত অগ্নিতে
জ্বলেছে অভিজ্ঞতা, নিশ্চিহ্ন হচ্ছে ইতিহাস ঐতিহ্য
সেই সাথে আমাদের বর্ণাঢ্য জীবন !
-
ছড়িয়ে ছিটিয়ে পরিচিত অপরিচিত জনেরা
দাঁড়িয়ে আছে চারপাশে আত্মীয় স্বজন 
-
চলছে একটার পর একটা সংস্কার রীতিমাফিক
সঙ্গে যাবতীয় অনুশাসন বিধিবিধান
-
বুকের মধ্যে হীম হাহাকার বাবা নেই, নেই
আমাদের এতদিনের প্রিয় মানুষটা এখন শবদেহ   
এখন আমার বন্ধুর মতো বাবা পাশে নেই আজ,
নেই ভালোবাসার কোন মানুষ, একান্ত আপনজন,
গলা ধরে লুটোপুটি খাওয়ার সুহৃদ জন
ভুল করলে কানের লতি ধরে ধমকে দেওয়ায় মানুষটা,
বিপদে শক্ত করে হাত ধরার মানুষটা আজ পাশে নেই ---
-
ঠিকরে বেরুচ্ছে  বুক ভেঙে ব্রহ্মাণ্ড জোড়া একরাশ কান্না !

১৯.০৬.২০২২
তেজকুনি পাড়া, ঢাকা।