ভুক্তভূগি মাত্রই ক্ষতিপূরণ চাইতে পারে
সংস্থার কাছে,রাষ্ট্রের কাছে
সংবিধান সহায়তা দেবে,
আইন গ্রন্থে লিপিবদ্ধ আছে সব
দেশের সর্বোচ্চ আদালত আছে
-
এত যে নির্যাতন হচ্ছে এরা কার কাছে যাবে,
ক্ষতিপূরণ পাবে, ধর্ষিতারা কোথায় যাবে
সংখ্যালঘুরা কোথায় যাবে বিচার চাইতে
বন্যার্তরা কোথায় যাবে --
-
রাষ্ট্র যদি তৎপর না হয়
প্রশাসন যদি মুখ ফিরিয়ে রাখে!
১৭.০৬.২০২২
তেজকুনি পাড়া,ঢাকা।