[অসুস্থ সৌরভের জন্য পঙতি মালা]
একনিষ্ঠতা এনে দেবে সাফল্য তালিকায় নাম
আত্মোৎসর্গ করলে সফলতা ধরা দেবে ----
একাগ্রতা এনে দেবে সাফল্য তালিকায় নাম
সত্য পথে থেকেও বাদ যেতে পারে কারো নাম।✨
-
পিছনে লোক লাগে
পিছনে শত্রু লাগে
পিছনে লাগে প্রশাসন
পিছনে দাঁড়িয়ে যায় বৈরী স্বজন।✨
-
অপবাদ
দুর্নাম
কুৎসা!✨
-
একনিষ্ঠতা হারিয়ে যায়
মনোযোগ হারিয়ে যায়
মনঃসংযোগ লুপ্ত প্রায়
ভয়াবহ জীবন যাপন।✨
-
তারপরও কেউ কেউ সাফল্যের মুখ দেখে!✨
-
খ্যাতিমান মানুষ হয়ে ওঠে,
মনের গভীরে লেখা হয় নাম
তালিকার সর্বাগ্রে থাকে নাম।✨
০৮/০১/২০২১,ঢাকা।