সময়ের পালকিতে চড়ে ফিরে ফিরে আসে কিশোরেরা,
অবাধ্য জ্যোৎস্নায় বর্ষা মৌসুমে মেঘেরা চুপি চুপি চুমু দেয়
বৃষ্টি নামে, বত্রিস বেহারা একসাথে হুঙ্কার তোলে হুমনা!
-
বজ্র বিদ্যুৎ বাজি ফোটায়, বিকট শব্দেরা তোলপাড় করে চতুর্দিক, তোমার মুখশ্রী ভেসে বেড়ায় আকাশে মেঘের ভেলায় !
-
রঙচঙে চুড়িতে শব্দ তোলে,ঘুড়ি উড়ানোর ইচ্ছে ফিকে হয়ে আসে,
বৃষ্টির ফাঁকে ফাঁকে আড় চোখে চায় রূপবতী গাছেরা,
কৃষ্ণচূড়া গাছের শরীর বেয়ে নামে শিশিরের ধারা,
এত কিসের বেদনা তোমার প্রিয়জন !
-
অনাঘ্রাত ঘ্রান বাতাসে মিশে থাকে লকলকে দেহ জুড়ে
টের পাই সর্বত্র তোমার উপস্থিতি !

২১.০৬.২০২২
ঢাকা।