অনেক কিছু আমরা ভুলে যাই ---
-
অনেক কিছু আমরা ভুলে যাই ইচ্ছায় অনিচ্ছায়
বৃটিশ তাড়ানো বিপ্লবীদের কথা ভুলে যাই
দেশ বিভাগ উত্তর দাঙ্গার কথা আমরা ভুলে যাই
ভাষার উপর শত অবরোধ,বৈরিতা
ঘুমন্ত মানুষের উপর, দক্ষ সৈনিকের গুলি --
এসব দুর্দিনের কথা ভুলে ভুলে যাই
-
মুক্তি যুদ্ধের কথা আমরা বেমালুম  ভুলে যাই
গৃহে আগুন লাগানোর কথা আমরা ভুলে যাই
হাজারো মা বোনের ধর্ষনের কথা আমরা ভুলে যাই
শরনার্থী হয়ে পথে প্রান্তরে ঘুরবার কথা ভুলে যাই
-
কলেরা বসন্ত ম্যালেরিয়া করোনা কালীন সময়ের কথা
মহামারীর কথা,কত সহজে আমরা ভুলে যাই
নিজে ভালো আছি এই ভেবে সব ভুলে যাই ।
-
আমরা ভুলে যাই কত সহজে ইচ্ছায় অনিচ্ছায় !!

১৪.০৬.২০২২
তেজকুনি পাড়া ঢাকা।