কাঁদছে গলা ছেড়ে রিফাতের মা শয্যাপাশে
সোহরাওয়ার্দী হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে রিফাত,গুলি বিদ্ধ রিফাত
মিরপুর স্কুল এন্ড কলেজের ছাত্র রিফাত
ছোট ভাজা-পোড়ার দোকান চালায় রিফাতের বাবা

বুকে অগাধ দেশপ্রেম নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করেছিল টগবগে তরুণ
শপথ ছিল দেশ থেকে বিতাড়িত করবে
পনেরো বছর চেপে থাকা জগর্দল পাথর
প্রতিশ্রুতি ছিল পাঁচ লাখ টাকা ঢুকে যাবে তার ব্যাংক একাউন্টে
বন্ধু বান্ধব ঘিরে ছিল তেজ দীপ্ত বিশাল মিছিল
কে যেন পাশ থেকে ইনজেকশনের মতো পুশ করেছিল গুলি
প্রাথমিক চিকিৎসা হয়েছিল এল আই সি  হাসপাতালে
তারপর থেকে কাতরাচ্ছে সোহরাওয়ার্দীর বেডে

এখন পাশে কেউ নেই ---
খোঁজ করেনি কোন সমন্বয়ক কিংবা
বৈষম্য বিরোধী ছাত্র নেতা,
দীক্ষিত মেধাবী শিক্ষার্থীর দল
মিরপুর স্কুল এন্ড কলেজের কোন সুহৃদ
দুর্ভাগ্যর তসবি হাতে পাশে কাঁদে মা ভাই বোন
দিন গোনে ঘোলা চোখে যদি আসে কোন অনুদান

এখন মা বলে,এখন বাবা বলে নিজেরও মনে হয়
আগেই ভালো ছিল।

১১.১০.২০২৪
বসুন্ধরা, ঢাকা