অগ্রজ কবি মহাদেব সাহাকে
এরকম হয়
অজান্তেই এলোমেলো হয়ে যায়
বুকের আঁচল, দুঃখের স্বাদ,পরিচিত অন্তরঙ্গ মুখ
অনুভূতি চির খায়,কণ্ঠস্বর রুক্ষ হয়ে বাজে
শৈবালে পিছলে যায় সুখের পতাকা
-
এরকম হয় ইচ্ছায় অনিচ্ছায়
মনের পিঁড়িতে বুকের মধ্যে হাত রাখে সযতনে
একান্ত আপন জনের স্নেহ ছায়ে বেড়ে ওঠে
-
এ সমস্ত মনে পড়ে
পালটে দেয় বেদনার রেখা দুঃখের স্বাদ !
০১.০৯.১৯৭৬
কোর্টপাড়া,কুষ্টিয়া।