মা বাবাকে কষ্ট দিলে
সব-ই হবে মিছে,
হিসেব তোমায় দিতেই হবে
সৃষ্টি কর্তার কাছে।
বাবা হলেন বট বৃক্ষ
তাই খুশিতে মাতি,
মা হলেন গর্ব ধারিণী
তোমার খেলার সাথী।
সব সন্তানের বেহেস্ত হবে
তার মায়ের পায়ের নীচে,
তবে কেন ছুটছো সবাই?
অলীক বস্তুর পিছে।
মা বাবার সেবা যত্ন-ই
হোক তোমাদের ব্রত,
মা বাবার পদতলে
নিজেকে রাখো অবনত।
বৃদ্ধ কালে মা বাবার
সঙ্গ দিয়ে যাও,
সৃষ্টিকর্তার কাছে থেকে
সেই পুরস্কার পাও।