কালো মেয়ে তাই বলে কী
করবে আমায় ঘৃণা,
সাদা চামড়ার মানুষ কেমন
সব-ই আমার চেনা।
বাহির দিকটা থাকলে সাদা
তাতে কী যায় আসে,
কত রকম মানুষ আমি
দেখি আমার পাশে।
ফর্সা হলেই হয়না রে সে
সুস্থ বুদ্ধির মানুষ,
মানুষ হতে হলে লাগে
বিবেক, বুদ্ধি, হুশ।
গায়ের রঙটা হলেও কালো
মনটা আমার ভালো,
সাদা চামড়ার বড়াই ছেড়ে
মনে প্রদীপ জ্বালো।